loader

মেহেদি পাতার গুঁড়া???

location_onChattogram, Bangladesh
মেহেদি পাতার গুঁড়া???
এই ব্যস্ত জীবনে মেহেদী পাতা বেটে চুলের যত্ন সেতো বড়োই কষ্টকর।“খুশকি” চুলের প্রধান শত্রু চুল পড়ার অন্যতম একটি কারণ। আর শীতকালে এই খুশকির উপদ্রব বেড়ে যায় অনেকখানি।
যাদের চুলে খুশকি থাকে না, তাদের মাথায়ও শীতকালে খুশকি দেখা দিয়ে থাকে। অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করেও
এই খুশকি দূর করা সম্ভব হয় না। মেহেদির কিছু প্যাক আছে যা খুশকি দূর করতে বেশ কার্যকরী। চুল পড়া
রোধ করে চুলের গোড়া মজবুত করার কাজে মেহেদি ব্যবহার হয়ে আসছে আদিযুগ থেকে। চুলে মেহেদি
অনেকভাবে লাগানো যায়। আসুন জেনে নেওয়া যাক মেহেদির কিছু প্যাকের কথা।
১। ডিম, অলিভ অয়েল এবং মেহেদির প্যাক
ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এবং মেহেদি গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলের গোড়ায় খুব ভাল করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।।
২। লেবু, টকদই এবং মেহেদি
একটি লেবুর রস, চার টেবিল চামচ মেহেদির গুঁড়ো এবং পরিমাণমত টকদই
মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলের গোঁড়া থেকে শুরু করে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩। মেহেদি, অলিভ অয়েল এবং মেথি
মেহেদি গুঁড়ো, লেবুর রস, এক টেবিলচামচ অলিভ অয়েল, সাদা ভিনেগার, মেখি গুঁড়ো এবং দুই টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ১২ ঘণ্টা রেখে দিন। পরেরদিন সকালে এই প্যাকটি মাথায় ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি খুশকি দূর করবে, চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলবে।
মেহেদির এই প্যাকগুলো সপ্তাহে ২/৩দিন ব্যবহার করুন।
ডীমের গন্ধে পভলেম হলে ১ ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এতে চুল পড়া রোধ করবে তার সাথে সাথে খুশকি দূর করতে সাহায্য করবে।
মূল্য:
১০০০ গ্রাম ১০৫০ টাকা।
৫০০ গ্রাম ৫৫০ টাকা।
২৫০ গ্রাম ৩০০ টাকা
Type New
Price
Order Buy Now

Setting Pannel

Style Setting
Theme

Menu Style

Active Menu Style

Color Customizer

Direction
settings
Share
Facebook
Twitter
Instagram
Google Plus
LinkedIn
YouTube