image

henna powder

Chattogram, Bangladesh

চুলের যত্ন কিভাবে নিব?
সারাদিন ঘরের কাজে ব্যসত থাকতে হয়,?নিজের একটু যত্ন নিব তা-ও হয় না।
কম বয়সে চূল ও পেকে যাচ্ছে তারপর চুলের কোন পুষ্টি গুন ও পাচ্ছে না।
দিন যত যাচ্ছে চূল পড়ার হার ও বৃদ্ধি পাচ্ছে।
কি করবেন??
?যত বেশি চিন্তা করবেন চূল পড়ার হার ততই বৃদ্ধি পাবে।
এইসব দূশচিনতাকে একদিকে ফেলে রাখুন।?
মেহেদী বাটা নিয়ে ঝামেলা পোহাতে আর হবে না। একেবারে অরগানিক পাতা মিহি করে প্যাকটজাত করে আপনাদের কাছে পৌছে যাবে।হাতে পাওয়ার পর ফলাফল অবশ্যই জানাবেন।
চলুন কিছু টিপস জানিয়ে দি কিভাবে মেহেদী গুড়ো সঠিক নিয়মে ব্যবহার করবেন।

For dandruff and dry hair.?

চুলের পরিমাণ অনুযায়ী মেহেদী গুড়ো নিবেন + ডীমের সাদা অংশ+ ২ ড্রপ লেমন জুস ভালোভাবে মিশিয়ে নিবেন।এবং এই প্যাক চুলে লাগানোর আগের দিন চুলের গোড়ায় হালকা ভাবে গরম তেল ম্যাসাজ করবেন।
এই প্যাকটি ব্যাশ এর সাহায্যে লাগিয়ে নিবেন এবং ১ ঘন্টা রাখবেন।তারপর নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিবেন।
মনে রাখবেন যেদিন প্যাক লাগাবেন ঐ দিন শ্যামপু করবেন না।এতে মেহেদির কাযর্কারিতা নষ্ট হয়ে যাবে। এর পরেরদিন শ্যামপু করবেন। এটি সপ্তাহে ১ দিন করলে হবে।

for colouring hair?

চুলের পরিমান অনুযায়ী মেহেদীগুড়ো + ১টেবিল চামচ কফি পাউডার+ ১টেবিল চামচ কোকোনাট অয়েল+১ডরপ লেমন।
সারারাত বিজয়ে রাখবেন এবং এর পরের দিন চুলে লাগিয়ে ১ থেক দেড় ঘন্টা চুলে লাগিয়ে রাখতে হবে এর চেয়ে বেশি ও রাখতে পারেন বাট খেয়াল রাখতে হবে এই প্যাক চুলের গোড়ায় লাগাবেন না।
মনে রাখবেন বেশি সময় মেহেদী চুলের গোড়ায় লাগিয়ে রাখলে এতে চুলের গোড়া নরম হয় এবং হেয়ার ফল হয় প্রচুর।
মেহেদী প্যাক শুকিয়ে আসলে নরমাল ওয়াস এর পরের দিন ই শ্যামপু।?

আর যাদের অলরেডি হেয়ার কালার আছে তারা উপরের পদ্ধতি ব্যবহার করবেন কেবল লেমন ইউজ করবেন না।কারণ হেয়ার কালার আছে এমন চলু লেমন দিলে কালার নষ্ট হওয়ার চান্স থাকে।

সুতরাং মেহেদী সাথে নারীর সৌন্দর্য যুগ যুগ ধরে। সময়ের সল্পতা যেন সৌন্দর্য চর্রচায় বাধা না হয়।
প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন হয় আপনার অহংকার।

250 gm 300 henna
+ hair brush 400.
For order inbox. ?


Type New
Price BDT 300.00
OrderBuy now