Air Plants
location_onChittagong, Bangladesh
আমরা অনেক সময় এয়ারপ্লান্টে বেশী পানি দিয়ে ফেলি বা পানি দিয়ে শুকাতে পারিনা। সেক্ষেত্রে, এয়ারপ্লান্টে পচন ধরে এবং গাছ মারা যায়
**কিভাবে বুঝবেন আপনার প্লান্টে পানি বেশী হয়ে যাচ্ছে?ঃ**
এয়ারপ্লান্টের গোড়ার দিকে তাকালে দেখতে পাবেন সেখানের পাতা গুলো কালো হতে থাকবে এবং অন্য পাতা গুলো হলুদ হতে থাকবে।
**করনীয়ঃ**
কালো পাতা গুলো তুলে ফেলুন বা সংক্রমণের যায়গা টা তুলে ফেলুন।
এরপর প্লান্ট শুকিয়ে ফেলুন উজ্জ্বল আলো বাতাসে রেখে বা ফ্যান ও ব্যবহার করতে পারেন।
এরপর প্লান্ট কে উপযুক্ত পরিবেশ দিন এবং পানি দেয়ার পর শুকিয়ে যাওয়া টা নিশ্চিত করুন। আপনার প্লান্ট তাহলে বেঁচে যাবার সম্ভাবনা অনেক বেশী।