লং মালভেরি কলম গাছ
location_onমহাস্থান,বগুড়া
এর ফল রসাল এবং সুস্বাদু হলেও বাংলাদেশে তুঁত কখনো
ফলের জন্য চাষ করা হয় না। তবে আফগানিস্তান, উত্তর ও দক্ষিণ ভারত
প্রভৃতি স্থানে তুঁত চাষ করা হয় ফলের জন্য। তুঁত গাছ পাতা ঝরা প্রকৃতির ছোট ধরনের বৃক্ষ। পাতা ডিম্বাকার, খসখসে, পাতার প্রান্তভাগ করাতের মত খাঁজ কাটা এবং
অগ্রভাগ সূঁচাল। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফল মিলে একটি ফল তৈরি করে, এটি
বেরি জাতীয় ফল। এ দেশে তুঁত গাছে প্রচুর ফুল আসে ফেব্রুয়ারি-মার্চ
মৌসুমে এবং ফল পাকে মার্চ-এপ্রিল মৌসুমে। কাঁচা ফলের রং
সবুজ, কিন্তু পাকলে টকটকে লাল ও সম্পূর্ণ পাকলে
কালচে হয়ে যায়। কাঁচা পাকা ফল যখন গাছে
প্রচুর ধরে থাকে তখন তা এক দৃষ্টিনন্দন
দৃশ্যের সৃষ্টি করে।
সৌরভ নার্সারী
-------------------------------
আমাদের সার্ভিস সমূহঃ-
★শতভাগ প্রডাক্ট কোয়ালিটি নিশ্চয়তা।
★ক্যাশ অন ডেলিভারি তে পণ্য নেওয়ার সুযোগ।
★ফাস্ট ডেলিভারি।
★সার্বক্ষণিক কল সার্ভিস।
★পণ্যগুলো সরাসরি লাইভে ডেলিভারি দেওয়া হয়।
আমরা সারা বাংলাদেশে সুন্দরবন এবং জননী ও এস এ পরিবহনের
মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি
For more:
WhatsApp/ Call: +8801729-030537
E-mail:
[email protected] Website: shoravnursery.com