লাল শরিফা গাছের চারা
location_onমহাস্থান বগুড়া
আতা বা শরিফা হল (Annonaceae) পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল। এটি শরিফা , নোনা নামেও পরিচিত। এই ফলের ভিতরে থাকে ছোট ছোট কোষ। প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ, বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশই খেতে হয়। পাকা ফলের বীজ কালো এবং কাঁচা ফলের বীজ সাদা। বীজ বিষাক্ত। এটি গুচ্ছিত ফল অর্থাৎ একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয় ৷
এর বেশ কয়েকটি প্রজাতি ও প্রকরণ আছে। সবগুলোকেই ইংরেজিতে 'কাস্টার্ড অ্যাপল', 'সুগার অ্যাপল', 'সুগার পাইন এপল' বা 'সুইটসপ' (Custard-apple, Sugar-apple, sugar-pineapple or sweetsop) বলা হয়। সবগুলোকেই বাংলায় 'আতা', 'শরিফা', 'নোনা' -এই তিনটি নামে ডাকা হয়। অঞ্চলভেদে নামের কিছু পার্থক্য আছে।
Annona squamosa -এটিই বাংলাদেশে সবচেয়ে বেশি জন্মে। স্বাদেও এটিই সেরা। সুমিষ্ট এই ফলটি আতা নামে বেশিরভাগ স্থানে পরিচিত। তবে কোথাও কোথাও একে শরিফা বলা হয়। হিন্দিতেও একে শরিফা (शरीफा) বলা হয়। সংস্কৃত ভাষায় এর নাম সীতাফলম। এর চামড়ায় গুটি গুটি চোখ আছে।
দৃষ্টি আকর্ষন
প্রোডাক্টের সাথে আপলোডকৃত ছবিগুলো মনোযোগ বৃদ্ধি এবং সহজে চারা গাছ
চেনার জন্য দেওয়া হয়েছে।
প্রোডাক্টের অর্জিনাল ছবি ও ভিডিও দেখতে চান তাহলে
অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন
01729030537
সৌরভ নার্সারী
-------------------------------
আমাদের সার্ভিস সমূহঃ-
★শতভাগ প্রডাক্ট কোয়ালিটি নিশ্চয়তা।
★ক্যাশ অন ডেলিভারি তে পণ্য নেওয়ার সুযোগ।
★ফাস্ট ডেলিভারি।
★সার্বক্ষণিক কল সার্ভিস।
★পণ্যগুলো সরাসরি লাইভে ডেলিভারি দেওয়া হয়।
আমরা সারা বাংলাদেশে সুন্দরবন এবং জননী ও এস এ পরিবহনের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি
For more:
WhatsApp/ Call: +8801729-030537
E-mail:
[email protected] Website: shoravnursery.com