blog-img

একদা এক লোক এক জ্ঞানীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো ‘জীবনের_মূল্যায়ন_কি ?’

person Posted:  Mannan Shihab
calendar_month 27 Nov 2022
mode_comment 0 comments

জ্ঞানী ব্যক্তি তাকে একটি পাথর দিয়ে বললেন, ‘এইটার মূল্য যাচাই করে এসো, কিন্তু বিক্রি করোনা।’

লোকটি একজন কমলা বিক্রেতার দোকানে গিয়ে জানতে চাইলো পাথরটির মূল্য কত হতে পারে? কমলা বিক্রেতা চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে দাও এবং ১২ টি কমলা নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

একটু সামনে গিয়ে সে একটি সব্জির দোকান পেয়ে দোকানীর কাছে পাথরটির দাম কত হতে পারে তাহা জানতে চাইলো। দোকানী চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে ১ ব্যাগ আলু নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

আরও কিছ দূর এগিয়ে সে একটি স্বর্ণালংকার এর দোকান পেল। এবং দোকানের মালিকের কাছে পাথরটির দাম কত হতে পারে জানতে চাইলো। দোকানের মালিক লেন্স দিয়ে পাথরটি কয়েকবার দেখে বলল ‘পাথটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ১ লাখ টাকা দেব।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’ তখন দোকানী বললো ‘ঠিক আছে বিক্রয় করতে চাইলে আমি ১০ লাখ টাকা দেব।’ লোকটি এবার বিনয়ের সাথে বললো, ‘না ভাই সত্যি বলছি এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

আরো অনেক দূর এগিয়ে লোকটি একটি মূল্যবান পাথরের দোকান পেল। দোকানীর কাছে পাথরটি দিয়ে এটার দাম কত হতে পারে জানতে চাইলো। জহরি দেখলো এটা মহামূল্যবান রুবি পাথর। তাই টেবিলের উপরে প্রথমে একটি কাপড় রাখলো, অত:পর কাপড়ের উপর পাথরটি রেখে এর চারিদিকে ঘুরে ঘুরে বারবার পাথরে চুমু খাচ্ছিল। এবং লোকটিকে বললো ‘আমার সমুদয় সম্পদ বিক্রয় করে দিলেও এই মহামূল্যবান পাথর আমি কিনতে পারবো না।’ লোকটি পাথরটি নিয়ে হতবাক চিত্তে মানসিক দ্বিধা নিয়ে জ্ঞানী ব্যক্তির কাছে ফিরে এসে সমুদয় ঘটনাবলি বর্ণনা করে বললো ‘

এবার বলেন #জীবনের_মূল্যায়ন_কি_?


জ্ঞানী ব্যক্তি বললেন, কমলা, সব্জি, অলংকার বিক্রেতা এবং জহুরির কাছ থেকেই তুমি জীবনের মূল্যায়নের ব্যাখ্যা এবং উত্তর পেয়েছ। তুমি হয়তো মহামূল্যবান হিসাবে এমনকি মূল্যহীন হিসাবে মূল্যায়িত হতে পারো …… কিন্তু মনে রেখ প্রত্যক মানুষই তোমাকে তাদের ★নিজস্ব_জ্ঞানের_পরিধি,


★বিশ্বাসের_স্তর,
★তোমার প্রতি তাদের উদ্দেশ্য,
★তাদের আকাঙ্ক্ষা,
★তাদের ঝুঁকি গ্রহণের সক্ষমতা ইত্যাদির
উপর ভিত্তি করেই তোমাকে মূল্যায়ন করবে!

এতে ভীত হওয়ার কিছুই নেই, কারণ অন্তত কেউ না কেউ তোমার জীবনে পাবে যে তোমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।


★Collected★


Setting Pannel

Style Setting
Theme

Menu Style

Active Menu Style

Color Customizer

Direction
settings
Share
Facebook
Twitter
Instagram
Google Plus
LinkedIn
YouTube