ভেট কেয়ার প্লাস- ডিজিটাল ভেটেরিনারি সার্ভিস


ভেট কেয়ার প্লাস (Vet Care Plus) ডিজিটাল প্রানিসেবা

ইউরোপ ও আমেরিকার ভেটেরিনারি পেশাকে অনুসরণ করে বাংলাদেশে চালু হলো অনলাইন এপ্স ভিত্তিক (Vet Care Plus) ডিজিটাল ভেটেরিনারি সার্ভিস বা টেলিমেডিসিন সেবা।

এপ্সটি গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছে (https://play.google.com/store/apps/details?id=app.vetcareplus)

ডেইরি ও পোল্ট্রি খামারি, পেট লাভার, লাইভস্টক ব্যবসায়ী, সহ যারা অনলাইন থেকে গবাদি প্রাণী যেমন গরু, ছাগল, হাস মুরগির খাদ্য, টিকা, ডেইরি ও পোল্ট্রির উপকরণ যেমন মিলকিং মেশিন, ঘাস কাটার মেশিন, ইনকিউবেটর ইত্যাদি সহ যাবতীয় জিনিস ক্রয় ও বিক্রয় করতে চান তারা ডাউনলোড করে খুব সহজেই এই সব সেবা ও পন্য ক্রয় ও বিক্রয় করতে পারবেন।

এটি এমন একটি এপ্স যেখানে একসাথে থাকবে ডাক্তার, ডেইরি, পোল্ট্রি খামারি, পেট এনিম্যাল লাভার, ফিল্ড এসিস্ট্যান্ট, প্রাণিসম্পদ ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা। এপ্সটি ডাউনলোড করে নিচের দিকে নিউ ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করলে খুব সহজেই ব্যবহার করতে পারবে ইউজাররা।

এপ্সটিতে মূলত তিন ক্যাটাগরীর ইউজার সেবা গ্রহণ করতে পারবে।

১. ডাক্তার সেকশন: ভেটেরিনারি প্রফেশনালস যেমন ভেটেরিনারি ডাক্তার ও ভেটেরিনারি স্টুডেন্টরা বাংলাদেশের বাজারে বিদ্যমান ভেটেরিনারির বিভিন্ন মেডিসিনের ট্রেড নাম সহ বিস্তারিত জানতে পারবেন। একজন ভেটেরিনারি ডাক্তার সরাসরি খামারীকে অনলাইন প্রেসক্রিপশন করতে পারবেন খুব সহজেই।

২. জেনারেল সেকশন: পোল্ট্রি ও ডেইরি খামারি ও পেট এনিম্যাল লাভার, জেনারেল কনজিউমার (যারা খামারের দুধ, ডিম, মাংস ইত্যাদি কিনতে চান), খামার ব্যবসায়ী দের জন্য এই জেনারেল সেকশন।

৩. সার্ভিস প্রোভাইডার সেকশন: যারা খামারে ভ্যাকসিনেশন, ইঞ্জেকশন প্রদান, যারা রেফারার হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই সেকশন।

একজন খামারি এই এপ্সটি থেকে তার উপজেলায় কর্মরত সকল রেজিস্ট্রার্ড ভেটেরিনারি ডাক্তারদের দেখতে পাবে, তাদের মোবাইল নম্বর, ইমেইল নম্বর সহ কে কোন বিষয়ে বিশেষজ্ঞ সেটাও দেখতে পাবে। খামারি তাকে হোম কল, ও অনলাইন প্রেসক্রিপশন এর অফার করতে পারবে।নির্দিষ্ট ফি এর বিনিময়ে অনলাইন প্রেসক্রিপশন নিতে পারবে।

খামারি খুব সহজেই দেখতে পারবে যে তার উপজেলায় কয়জন ভ্যাক্সিনেটর, কয়জন এসিস্ট্যান্ট কাজ করছে এবং তাদেরকে হোম কলে ডাকতে পারবে।

এপ্সটিতে খামারীরের যাবতীয় সামগ্রী যেমন একদিনের বাচ্চা, ফিড, সাইলেজ, ঘাস কাটার মেশিন, মিনলিং মেশিন, ইনকিউবেটর মেশিন সহ যাবতীয় বিষয় কেনা ও বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবে।

জব মার্কেট: যে সমস্ত বেকার যুবক খামার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে খামারে চাকুরী করতে চান তাদের জন্য এপ্সটিতে রয়েছে জব মার্কেট। এখানে শত শত খামারের মালিকের কাছে আপনি আপনার সুন্দর প্রোফাইল প্রদর্শন করতে পারবেন। আর এই জায়গা থেকে খামারের মালিক রা তাদের পছন্দ মত কর্মী সংগ্রহ করতে পারবে।

রেফারেন্স সিস্টেম: যারা খামারিদের জন্য এপ্সের সেবা গুলো পৌঁছে দিতে রেফারার হিসেবে কাজ করতে চান, তারা রেফারার সেকশনটি ব্যবহার করে কমিশন ভিত্তিক কাজ করতে পারবেন, এবং মাস শেষে ভালো ইনকাম আসবে আশা করি।

কিভাবে এপ্সটি ব্যবহার করবেন?.

১.এপ্সটি ডাউনলোড করে নিচের দিকে নিউ ইউজার ক্লিক করে সঠিক তথ্য দিন।

২. এবার হোম মিনুতে এসে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।

ধন্যবাদন্তে

ডাঃ মোঃ আরিফুর রহমান, ডিভিএম, এমএস ইন মেডিসিন (বাকৃবি) মোবাইল: ০১৭২৩৩০৩৯৭৪ ইমেইল: [email protected]